7 October 2024, 01:27:05 PM, অনলাইন সংস্করণ

চালের বাজারের ম্যাসাকার রোধে পথ খুলে রেখেছি : খাদ্যমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

চালের বাজারের ম্যাসাকার রোধে পথ খুলে রেখেছি : খাদ্যমন্ত্রী
16px

দেশে যে চাল আছে তাতে আমদানি করার প্রয়োজন নেই। যেন চালের বাজার নিয়ে ম্যাসাকার না হয়ে যায় সেজন্য বেসরকারি ভাবে চাল আমদানিতে ট্যাক্স ফ্রি করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চালকল মালিকদের সাথে মতিবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন খাদ্যমন্ত্রী। চালের বাজারের অস্থিরতা নিয়ে ব্যবসায়ীদের লোভ-লালসা সুযোগকে দায়ী করে খাদ্যমন্ত্রী বলেন, আমরা মোবাইল কোর্ট করে কাউকে অপমানিত করতে চাই না। যদি কেউ বাধ্য করে তাহলে তো করতেই হয়।

জেলা প্রশাসক এস. এম রফিকুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চালকল মালিকদের সাথে মতিবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, জেলা পুলিশ সুপার আজিম-উল-আহসান, সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরীসহ জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা চালকল মালিক ও সাংবাদিকবৃন্দ।

  • সর্বশেষ - সারাদেশ