বরিশালে টিসিবি পণ্যের সিল তুলে বাইরে বিক্রি, জরিমানা
প্রকাশ :
বরিশালে টিসিবির ৫১ লিটার সয়াবিন তেলের বোতলের সিল তুলে অতিরিক্ত দামে বাইরে বিক্রির চেষ্টাকালে এক ডিলারকে হাতেনাতে ধরেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ওই ৫১ লিটার তেল জব্দ এবং অভিযুক্তকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
তেলের বোতলগুলো টিসিবি’র কার্ডধারি গ্রাহকদের কাছে বিক্রির কথা। কিন্তু সেই তেল গ্রাহকদের না দিয়ে টিসিবির সিল তুলে বাইরে বিক্রির জন্য প্রস্তুতি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে শনিবার নগরীর বিএম কলেজ এলাকার টিপু এন্টারপ্রাইজে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় সিল কাটা অবস্থায় বোতলজাত ৫১ লিটার সয়াবিন তেল উদ্ধার করে তারা।
বরিশাল বিভাগীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী জানান, অতিরিক্ত মুনাফা আশায় টিসিবি’র সিল উঠিয়ে বাইরে সয়াবিন তেল বিক্রির চেষ্টা করছিলো তারা। এ সময় ওই দোকান থেকে টিসিবি’র ৫১ লিটার সয়াবিন তেল জব্দ করে অভিযুক্ত ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।