![]() |
০৮ ফেব্রুয়ারী ২০২৪, ১১:৪০ মিঃ
দক্ষিণ সুদানে জমি নিয়ে বিরোধের জেরে ১৮ জনকে হত্যার ঘটনা ঘটেছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় বাহর এল গাজল রাজ্যে এই ঘটনা ঘটে। রাজ্যের অন্তর্বতীকালীন গভর্নর আর্কেঞ্জেলো আনিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
আর্কেঞ্জেলো জানান, ওয়ারাপ রাজ্য থেকে আসা সশস্ত্র যুবকরা জমির অধিকার নিয়ে বিরোধের জের ধরে থারকুয়েং পায়ামের একটি স্থানীয় বাজার ও বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। এ সময় ১৮ জন নিহত হয়।
তিনি জানান, নিহতদের মধ্যে শিশু, নারী এবং বয়স্ক মানুষ রয়েছে। তারা পালাতে না পারায় তাদের পুড়িয়ে মারা হয়। তিনি আরও জানান, সেখানে হামলায় প্রায় ২,০০০ মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
এছাড়াও দক্ষিণ সুদানের ওয়ারাপ এবং লেক রাজ্যে প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ায় গত বুধবার ৩৯ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়।
উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান
সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :