![]() |
১৬ ফেব্রুয়ারী ২০২৪, ১২:৪৪ মিঃ
নিয়মিত ঘরোয়া ক্রিকেটে রান করছিলেন। কিন্তু শারীরিকভাবে একটু মোটা হওয়ায় ভারতীয় দলে সুযোগ হচ্ছিল না সরফরাজ খানের। অবশেষে সেই সুযোগ পেয়ে বৃহস্পতিবারই রেকর্ড গড়ে ফেললেন তিনি। মুম্বাইয়ের ক্রিকেটার ছুঁয়ে ফেললেন হার্দিক পান্ডিয়াকে। টেস্টে ভারতীয়দের মধ্যে দ্রুততম অর্ধশতরান করার রেকর্ড এখন যৌথভাবে তাদের দখলে।
টেস্ট অভিষেকে ভারতের হয়ে দ্রুততম অর্ধশতরান করেছিলেন হার্দিক। ২০১৭ সালে অভিষেক টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৮ বলে অর্ধশতরান করেছিলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে সেই রেকর্ড ছুঁলেন সরফরাজ। বৃহস্পতিবার তিনিও ৪৮ বলেই অর্ধশতরান করলেন।
সরফরাজ এত সাবলীলভাবে খেলছিলেন যে, মনেই হয়নি প্রথম টেস্ট খেলছেন। তার ৬২ রানের ইনিংসে ছিল ৯টি চার এবং একটি ছক্কা। রবীন্দ্র জাদেজার ভুলে রান আউট না হলে অভিষেক টেস্টে আরও বড় রান করতে পারতেন সরফরাজ। কোনো বোলারই তাকে বিপদে ফেলতে পারেননি।
বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথমদিনে ৩২৬ রান তুলেছে ভারত। হারিয়েছে পাঁচ উইকেট। অধিনায়ক রোহিত শর্মা করেন ১৩১ রান। ১১০ রান করে অপরাজিত আছেন জাদেজা।
উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান
সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :