দিনের তাপমাত্রা বাড়তে পারে
প্রকাশ :
শীত শেষে সারাদেশে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। তাপমাত্রা আরও বেড়ে কয়েক দিনের মধ্যেই বজ্রসহ বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কুড়িগ্রামের রাজারহাটে শনিবার সকালে দেশের সর্বনিম্ন ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এ ছাড়া ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা বাড়লেও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
তবে আবহাওয়া অফিস বলছে, আগামীকাল রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে তাপমাত্রা আবার বাড়তে পারে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় পর্যন্ত সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।