দারুণ ছন্দে রোনালদো, আল নাসরের জয়
প্রকাশ :

সৌদি প্রো লিগে আল ফাতেহর বিপক্ষে আল নাসরকে জয় এনে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গত রাতের ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছে আল নাসর। আল আওয়াল স্টেডিয়ামে প্রথম গোলটি করেন রোনালদো। ১৭তম মিনিটে সতীর্থ আল ঘানামের কাছ থেকে বল পেয়ে ১০ গজ দূর থেকে বুলেটগতির শটে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ তারকা।
গোল হজম করার ১২ মিনিট পর ডিফেন্ডার সালেম আল নাজদির গোলে সমতায় ফেরে আল ফাতেহ। প্রথমার্ধে আর কোনো গোল করতে পারেনি কেউই। ফলে সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে আল ফাতেহর রক্ষণে বেশ কয়েকবার আক্রমণ শানায় আল নাসর। কিন্তু এগিয়ে যেতে তাদের অপেক্ষা করতে হয় ৭২তম মিনিট পর্যন্ত। যখন আল নাসরের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ওতাভিও দারুণ হেডে বল জালে জড়ান। এই গোলের সূত্রপাত হয় রোনালদোর কাছ থেকেই। শেষ পর্যন্ত ওই ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে আল নাসর।
এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আল হিলালের সঙ্গে ব্যবধান চারে নামিয়ে আনলো রোনালদোবাহিনী। ২০ ম্যাচে তাদের সংগ্রহ ৪৯ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা আল হিলালের পয়েন্ট ৫৩।