14 January 2025, 02:11:02 AM, অনলাইন সংস্করণ

ইউক্রেনে রুশ হামলার দুই বছর, যুদ্ধজয় নিয়ে আশাবাদী পুতিন

  আন্তর্জাতিক ডেস্ক

  প্রকাশ : 

ইউক্রেনে রুশ হামলার দুই বছর, যুদ্ধজয় নিয়ে আশাবাদী পুতিন
16px

২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি প্রতিবেশী ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা শুরু করে রাশিয়া। সে হিসেবে রাশিয়া-ইউক্রেন সংঘাত তৃতীয় বছরে গড়িয়েছে, হতাহত হয়েছেন পাঁচ লাখের বেশি মানুষ। তারপরও এ যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। এ নিয়ে কোনো সমঝোতার আশাও দেখা যাচ্ছে না।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বরাবরই দাবি করে আসছেন আশানুরূপ সাফল্য পায়নি রুশ বাহিনী। অন্যদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই যুদ্ধজয় নিয়ে উল্লেখযোগ্যভাবে এখন বেশি আশাবাদী বলে ধারণা করা হচ্ছে।

এমন আশাবাদের পেছনে রণক্ষেত্রে কিয়েভের সীমিত সাফল্য, ইউক্রেনকে ৬০ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বিল পাসে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা ও সম্প্রতি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর আভদিভকার দখলের মতো বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য।

এই পরিস্থিতিতে ইউক্রেনে যুদ্ধের দুই বছর ধরে ভ্লাদিমির পুতিন বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন এবং দেশে ও বিদেশে তার শত্রুদের পরাজিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি আমেরিকা, ন্যাটো এবং ইইউ-এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। 

  • সর্বশেষ - আন্তর্জাতিক