![]() |
০৭ জুলাই ২০২৫, ১৪:২২ মিঃ
রাজধানীর ফার্মগেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলায় ৪ জন আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এছাড়া মহাখালীতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রবিবার (৬ জুলাই) রাত ১২টার দিকে ফার্মগেটে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর ফার্মগেটের ফুটওভার ব্রিজের নিচে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে আহত হয়েছেন কয়েকজন। এছাড়া মহাখালী এসকেএসের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন জানান, ককটেলের আওয়াজ পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। কে বা কারা করেছে এখনও জানা যায়নি। হয়তো চলন্ত কোনও যানবাহন থেকে ককটেলটি রাস্তায় ফেলা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান
সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :