২৩ ফেব্রুয়ারী ২০২৪, ২৩:৪০ মিঃ
নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকালে বুধবার লসএঞ্জেলেসে একটি মেক্সিকান রেস্তোরায় প্রেসিডেন্ট জো বাইডেন প্রাতঃরাশ গ্রহণের ২৮.৪২ ডলারের বিলের সঙ্গে আরো ২০ ডলার দিয়েছেন বকশিশ (টিপস) হিসেবে।
সিটির বাল্ডউইন হিলস পাড়ায় সিজে’র ক্যাফে নামক রেস্টুরেন্টটির সুপারিশ করেছিলেন লসএঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাস। জানা গেছে, প্রাতঃরাশের বুরিটো এবং একটি কমলার জুস অর্ডার করেছিলেন বাইডেন। তা গ্রহণের সময় সেখানকার অন্য গ্রাহকেরা বাইডেনের সঙ্গে সেলফি উঠানো ছাড়াও হাস্যরশে মেতে উঠেন। দিনটি তাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বলেও কেউ কেউ মন্তব্য করেন।
এসময় বাইডেনও চুটিয়ে তাদের সঙ্গে মজা করেন। সকলের কুশলাদি জানতে চান। উল্লেখ্য, ক্যালিফোর্নিয়ার লসএঞ্জেলেস এলাকাটি বরাবরই ডেমক্র্যাটদের দখলে। বাইডেন সেখানে নাস্তার পরিকল্পনা আগে থেকেই নিলেও সেটিকে সর্বসাধারণের জন্যও ওপেন রাখা হয়। যথারীতি ছিল সিক্রেট সার্ভিসের পাহারাও। তবে মোট দামের সঙ্গে ৭০% এর মতো টিপস দেওয়ার ঘটনাটি সর্বত্র চাউর হয়েছে।
উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান
সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :