2025-03-12 10:41:08 am

স্বর্ণ ব্যবসায়ীর ১০০ ভরি স্বর্ণালংকারসহ ব্যাগ ছিনতাই

www.jagrotabangla.com

স্বর্ণ ব্যবসায়ীর ১০০ ভরি স্বর্ণালংকারসহ ব্যাগ ছিনতাই

২৩ ফেব্রুয়ারী ২০২৪, ২৩:৪১ মিঃ

স্বর্ণ ব্যবসায়ীর ১০০ ভরি স্বর্ণালংকারসহ ব্যাগ ছিনতাই

বাগেরহাটের মোরেলগঞ্জে এক স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে তার সাথে থাকা ১০০ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ আড়াইলাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার ৫ ওয়ার্ডের সেরেস্তাদারবাড়ি এলাকায় দুর্ধর্ষ এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার শিকার নিলয় জুয়েলার্সের মালিক মিলন কর্মকারকে অজ্ঞাত ছিনতাইকারীরা মোটরসাইকেল থেকে ফেলে মারপিট করে স্বর্ণালংকারের ব্যাগ ও মোটরসাইকেল নিয়ে যায়।

মিলন কর্মকার বলেন, দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে তার বাসায় পৌঁছার মাত্র ২০০ গজ আগে রাস্তার ওপরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ৩ জনের ছিনতাইকারীর দল তার সাথে থাকা ১০০ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা ও স্কুটি মোটরসাইকেলটি নিয়ে যায়। এ বিষয়ে থানার ওসি (তদন্ত) মো. শাহজাহান আহমেদ বলেন, খবর পাওয়ামাত্র পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। বিভিন্ন সড়কে তল্লাশি বসানো হয়েছে।


উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান


সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :