মেহেরপুরে ফেনসিডিলসহ আটক ১
প্রকাশ :
মেহেরপুরের গাংনীতে ৯৩ বোতল ফেনসিডিল ও ৩ কেজি গাঁজাসহ জামাল হোসেন (৪৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শুক্রবার মধ্যরাতে গাংনী উপজেলার হিজলবাড়িয়া থেকে তাকে আটক করে। আটককৃত জামাল হোসেন গাংনী উপজেলা কাথুলী ইউনিয়ানে টেংরামারি গ্রামের মাহাতাব আলীর ছেলে।
র্যাবের কোম্পানি কমান্ডার মো. মনিরুজ্জামান জানান, হিজুলবাড়িয়া গ্রামের হাওয়া ব্রিকস এলাকায় মাদকসহ ব্যবসায়ী আবস্থান করছে এমন গোপন সংবাদ পায় র্যাব। এ সংবাদেও ভিত্তিতে অভিযান চালিয়ে জামাল হোসেনকে ৯৩ বোতল ফেনসিডিল ও ৩ কেজি গাঁজাসহ আটক করা হয়।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে টেংরামারি গ্রামের মহিবুল ইসলাম(৩৬) ও হিজলবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর আলম (৪২) পালিয়ে যায়। আটককৃত জামাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।