২৭ ফেব্রুয়ারী ২০২৪, ২৩:০৭ মিঃ
চট্টগ্রামে দেশ বিদেশের এক হাজার ১০০ জন চিকিৎসা বিজ্ঞানী ও চিকিৎসকের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে তৃতীয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক গবেষণা কনফারেন্স। কনফারেন্সে উপস্থাপন করা হবে চিকিৎসা ও রোগ নিয়ে ১০৪টি গবেষণাপত্র। বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত নগরের শমসের পাড়া চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ক্যাম্পাসে এ কনফারেন্স অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ সব তথ্য জানান কনফারেন্স কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ।
চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ এ সম্মেলনের আয়োজন করছে।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. টিপু সুলতান, সিআইএমসি হাসপাতালের পরিচালক ডা. আমির হোসেন, সিআইডিসি অধ্যক্ষ ডা. মো. আকরাম পারভেজ চৌধুরী ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আলী হোসাইন, সিআইডিসি হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. শাহিকুল জব্বার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজা ও সিআইএনসি অধ্যক্ষ রুবি দত্ত প্রমুখ।
লিখিত বক্তব্যে বলা হয়, এবারের সম্মেলনের ‘ভবিষ্যৎ প্রজন্মের গবেষণা’ শীর্ষক প্রধান প্রতিপাদ্যে ভারত, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের চিকিৎসা বিজ্ঞানী ও গবেষকরা অংশ গ্রহণ করবেন। সম্মেলন উদ্বোধন করবেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইসমাইল খান এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য আবদুচ ছালাম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন দেশের শীর্ষস্থানীয় মেডিকেল গবেষক ডা. এম এ ফয়েজ। অতিথি থাকবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. আজিজুর রহমান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক বায়জিদ খুরশিদ রিয়াজ, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শাহেনা আকতার ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা. হাফিজুল ইসলাম। সম্মেলনে ছয় শতাধিক অংশগ্রহণকারী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।
অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজ বলেন, সম্মেলনে ১০৪টি গবেষণাপত্র উপস্থাপিত হবে। এর মধ্যে ৮১টি অরিজিনাল রিসার্চ পেপার। তার মধ্যে ৩১টি গবেষণা গত দুই বছরে আমাদের তিন প্রতিষ্ঠানের গবেষণা সেলের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে। গবেষণাপত্র উপস্থাপন ছাড়াও থাকবে ছাত্র-ছাত্র ও শিক্ষকদের আলাদা পোস্টার উপস্থাপন প্রতিযোগিতা। অংশ নেবেন দেশ-বিদেশের প্রায় ১১০০ চিকিৎসক।
উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান
সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :