2024-07-27 06:13:49 am

রাজীব গান্ধী হত্যায় অভিযুক্ত সান্তান মারা গেলেন হাসপাতালে

www.focusbd24.com

রাজীব গান্ধী হত্যায় অভিযুক্ত সান্তান মারা গেলেন হাসপাতালে

২৮ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:০৪ মিঃ

রাজীব গান্ধী হত্যায় অভিযুক্ত সান্তান মারা গেলেন হাসপাতালে

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলায় অভিযুক্ত শ্রীলঙ্কার নাগরিক সান্তান মারা গেছেন। বুধবার সকালে চেন্নাইয়ের রাজীব গান্ধী গভর্নমেন্ট মেডিকেল কলেজে মারা যান তিনি। লিভার সিরোসিসে আক্রান্ত সান্তান ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। খবর হিন্দুস্তান টাইমস এর।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, রাজীব গান্ধী হত্যা মামলায় অভিযুক্ত হলেও ২০২২ সালে ভারতীয় সুপ্রিম কোর্ট মুক্তি দেন সান্তানকে। তিনি চেন্নাইয়ের ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। বুধবার সকালে সেখানে মারা যান তিনি।

এ বিষয়টি নিশ্চিত করেছেন ওই হাসপাতালের ডিন ই. থেরানিরাজন। তিনি বলেন, তার ময়নাতদন্ত করা হবে। আইনগত প্রক্রিয়া শেষ করে মৃতদেহ পাঠিয়ে দেয়া হবে শ্রীলঙ্কায়। উল্লেখ্য, ১৯৯১ সালে তখনকার প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যা করা হয়। হত্যায় জড়িত থাকার কারণে সান্তান ২০ বছর জেল খাটেন। তারপর ২০২২ সালে সুপ্রিম কোর্ট তাকে মুক্তি দেন। মুক্তি পাওয়া অন্য তিন অভিযুক্তের সঙ্গে তিনি ভারতের ত্রিচি’তে স্পেশাল ক্যাম্পে অবস্থান করছিলেন।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :