2024-05-09 10:37:39 am

বেইলি রোডে আগুনের ঘটনায় পাঁচজন চিকিৎসাধীন

www.focusbd24.com

বেইলি রোডে আগুনের ঘটনায় পাঁচজন চিকিৎসাধীন

০৩ মার্চ ২০২৪, ১৬:০৯ মিঃ

বেইলি রোডে আগুনের ঘটনায় পাঁচজন চিকিৎসাধীন

রাজধানীর বেইলি রোডে অগ্নিদুর্ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৪ জন ভর্তি ছিলেন। শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় ১১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে বলে জানিয়েছেন আবাসিক মেডিকেল সার্জন মো. তরিকুল ইসলাম। রবিবার ভর্তি রোগীদের সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে সংবাদ সম্মেলন করেন তিনি।

চিকিৎসক জানান, শ্বাসকষ্টসহ নানা জটিলতা থাকা ৩ জন রোগীকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তারাও সুস্থতার দিকে। পুরোপুরি সুস্থ হলে তাদেরও ছাড়পত্র দেয়া হবে। তবে, এখনই তাদের শঙ্কামুক্ত বলা যাচ্ছে না বলেও জানান তিনি।

আহত  মো: রাকিব (২৫), মেহেদী হাসান (৩৫) তার স্ত্রী সুমাইয়া (২৫) বার্ন ইনিস্টিউটের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।অন্যদিকে, আহত জুবায়ের আহামেদ (২৫) ও ইকবাল হোসেন (২৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

উল্লেখ্য, গত ২৯ ফেব্রয়ারি বেইলি রোডে আগুনের ঘটনায় ৪৬ জনের মত্যু হয়েছে। তাদের মধ্যে ৪৪ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুইজনের মরদেহ ঢাকা মেডিকেলে কলেজ মর্গে রয়েছে। গতকাল  তাদের ময়নাতদন্তের সময়ে ডিএনএ নমুনা নেয়া হয়েছে।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :