6 October 2024, 03:58:01 PM, অনলাইন সংস্করণ

আমেরিকায় প্লেন বিধ্বস্ত, পাঁচ কানাডিয়ান নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

  প্রকাশ : 

আমেরিকায় প্লেন বিধ্বস্ত, পাঁচ কানাডিয়ান নিহত
16px

আমেরিকায় একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। তারা সবাই কানাডার নাগরিক। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহরের একটি মোটরওয়ের কাছে এই দুর্ঘটনা ঘটে।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, কর্মকর্তারা জানিয়েছেন- দুর্ঘটনার আগে স্থানীয় সময় সোমবার রাত পৌনে আটটার দিকে ন্যাশভিল বিমানবন্দরে কল করে পাইলট ইঞ্জিনের সমস্যার কথা জানিয়েছিলেন।

ন্যাশভিল পুলিশ জানিয়েছে, ন্যাশভিল বিমানবন্দরে জরুরি অবতরণের জন্য বিমানটিকে অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান- তিনি এটি করতে পারবেন না।

জানা গেছে, বিধ্বস্ত হওয়ার সাথে সাথে প্লেনটি অগ্নিকুণ্ডে পরিণত হয়। মূলত ন্যাশভিলে একটি কস্টকো সুপারমার্কেটের কাছে ঘাসযুক্ত এলাকায় বিমানটি আঁছড়ে পড়ে এবং এরপর এতে আগুন ধরে যায়।

মেট্রো ন্যাশভিল পুলিশের মুখপাত্র ডন অ্যারন জানিয়েছেন, বিস্ফোরণের ফলে ইন্টারস্টেট আই-৪০-এর কিছু অংশ বন্ধ হয়ে গেছে, কিন্তু প্লেনটি বিধ্বস্ত হওয়ার আগে অন্য কোনও যানবাহন বা ভবনে আঘাত করেনি।

  • সর্বশেষ - আন্তর্জাতিক