14 January 2025, 01:16:05 AM, অনলাইন সংস্করণ

আলোচনায় ১৪ কোটির ঘড়ি

  বিনোদন ডেস্ক

  প্রকাশ : 

আলোচনায় ১৪ কোটির ঘড়ি
16px

আম্বানিপুত্রের বিবাহপূর্ব অনুষ্ঠানে অতিথি হয়েছিলেন বিশ্বের শীর্ষ নামজাদা ব্যক্তিরা। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মেটার সিইও মার্ক জাকারবার্গ এবং তাঁর স্ত্রী প্রিসসিলা চ্যান।

সেখানে অনন্ত আম্বানির সঙ্গে কথা বলছিলেন মার্ক জাকারবার্গ এবং তার স্ত্রী। তখনই তাদের নজর যায় অনন্তের হাতের দিকে। অনন্ত একটি ১৪ কোটি টাকার রিচার্ড মিলির ঘড়ি পরেছিলেন।

সেটা দেখেই মুগ্ধ হয়ে যান মার্ক এবং চ্যান। চ্যান অনন্তকে বলেন, ‘ঘড়িটা তো দুর্দান্ত। দারুণ দেখতে।’ সেটা শুনে মার্ক সম্মতি জানিয়ে বলেন, ‘হ্যাঁ, আমি ওকে আগেই বলেছি।’  এরপর তিনি জানান, ‘আমি কখনো ঘড়ি কিনতে চাইনি। কিন্তু এটা দেখে মনে হচ্ছে ঘড়ি বেশ দারুণ একটা ব্যাপার। আমারও এটা চাই।’

  • সর্বশেষ - বিনোদন