14 September 2024, 08:00:03 PM, অনলাইন সংস্করণ

অভিযান দেখে ৪০০ টাকার তরমুজ ২৫০ টাকায় বিক্রি

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

অভিযান দেখে ৪০০ টাকার তরমুজ ২৫০ টাকায় বিক্রি

ফরিদপুরের বিভিন্ন তরমুজ বাজার ও আড়তে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে শহরের নিউ মার্কেট, চকবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

এসময় দাম বেশি রাখা ও ভাউচার না থাকায় মেসার্স আলম ফল ভান্ডারকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া কয়েক ব্যবসায়ীকে সতর্ক করা হয়। অভিযান পরিচালনার সময় যে তরমুজ ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি করা হচ্ছিল, সেই তরমুজের দাম নেমে আসে ২৫০ থেকে ২৮০ টাকায়। অভিযান চলাকালে ক্রেতারা কম দামে তরমুজ কিনতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, নিয়মিত বাজার দর মনিটরিংয়ের অংশ হিসেবে তরমুজ বাজারে অভিযান চালানো হয়। তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। অভিযান চলাকালে জেলা পুলিশের টিম, বাজার ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ - মিডিয়া