8 September 2024, 09:21:56 PM, অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় হারানো ৩৪ মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিলো পুলিশ

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

চুয়াডাঙ্গায় হারানো ৩৪ মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিলো পুলিশ

চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকা থেকে হারানো ৩৪টি মোবাইলফোন এবং মোবাইল ব্যাংকিং মাধ্যমে প্রতারণা ও নম্বর ভুলে খোয়া যাওয়া এক লাখ ২০ টাকা প্রকৃত মালিকদের ফিরিয়ে দেয়া হয়েছে। জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এসব উদ্ধার করে। বুধবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার আরএম ফয়জুর রহমার হারানো মোবাইলফোন ও টাকা প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

জেলা পুলিশ সূত্র জানায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপারের দিকনির্দেশনায় জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত কর্মকর্তারা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল হতে হারানো ৩৪টি মোবাইল ফোন ও বিকাশ-নগদ-রকেট প্রতারণা এবং মোবাইল নম্বর ভুল হয়ে খোয়া যাওয়া এক লাখ ২০ হাজার টাকা উদ্ধার করে।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো নাজিম উদ্দিন আল আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইনচার্জ মোহাম্মদ মোর্শেদ হোসেন খাঁন ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।

  • সর্বশেষ - মিডিয়া