গাইবান্ধায় ২২ কেজি গাঁজা উদ্ধার
প্রকাশ :
গাইবান্ধার সুন্দরগঞ্জে ২২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় গাঁজা বহনকারী আরোহীরা পলিয়ে যায় জানায় পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার মনমথ গ্রামের বামনডাঙ্গা-রংপুর আঞ্চলিক সড়কের শ্মশান এলাকা থেকে এসব মাদক দ্রব্য উদ্ধার ও মোটরসাইকেল দুটি জব্দ করা হয়।
পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বেলা ১১টার দিকে সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলার মনমথ গ্রামের বামনডাঙ্গা-রংপুর আঞ্চলিক সড়কের শ্মশান এলাকা অভিযান পরিচালনা করে। এসময় যানবাহন চেকিং কালে দুটি মোটর সাইকেলকে সন্দেহ হলে তাদের থামানোর সংকেত দেয়া হয়। এসময় তারা মোটরসাইকেল দুটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়।
পুলিশ পিছ থেকে ধাওয়া করে মটর সাইকেল দুটি আটক করলেও আরোহীরা পালিয়ে যায়। পরে মোটরসাইকেল দুটি তল্লাশি ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, এঘটনায় জড়িত মোটরসাইকেল আরোহীদের সনাক্তের চেষ্টা চলছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রায়েছে।