22 March 2025, 11:02:21 AM, অনলাইন সংস্করণ

এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

  আন্তর্জাতিক ডেস্ক

  প্রকাশ : 

এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
16px

তাইওয়ানের পর এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। জাপানের ফুকুশিমা অঞ্চলের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৪০ কিলোমিটার (২৫ মাইল)। রাজধানী টোকিওতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের পর কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভূমিকম্পটি আঘাত হানে।

রিপোর্ট লেখা পর্যন্ত ওই ভূমিকম্প থেকে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, বৃহস্পতিবার আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১ এবং এর গভীরতা ছিল ৪০ দশমিক ১ কিলোমিটার।

মাত্র একদিন আগেই প্রতিবেশী তাইওয়ানে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪। এতে রিপোর্ট লেখা পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরও এক হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

  • সর্বশেষ - আন্তর্জাতিক