সিরাজগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
প্রকাশ :
সিরাজগঞ্জের তাড়াশে ৫ম শ্রেণির শিশুকে ধর্ষণ মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে র্যাব-১২ সদস্যরা সিরাজগঞ্জ পৌর শহরের একডালা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাসেল সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাকমাল গ্রামের আব্দুল মান্নান ওরফে বাশির ছেলে।
র্যাব-১২ স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ১৫ এপ্রিল রাসেল এক স্কুল ছাত্রীকে নিজ বাড়িতে মুখ চেপে ধর্ষণ করে। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ওই শিশুর বড় ভাই কামরুজ্জামান বাদী হয়ে তাড়াশ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকে রাসেল পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-১২ সদস্যরা ভোরে তাকে শহরের একডালা থেকে গ্রেফতার করে। সংবাদবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আসামিকে তাড়াশ থানার হস্তান্তর করা হয়।