11 September 2024, 10:07:06 PM, অনলাইন সংস্করণ

৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চুয়াডাঙ্গার দর্শনায় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুন্নত আলী (৬০) নামে এক দোকানিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ওই শিশুর বাড়ির পাশের একটি দোকানে কৌশলে তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ওই শিশুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীর স্বজনরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় মায়ের মোবাইল ফোনের জন্য মিনিট কার্ড কিনতে বাড়ির পাশে একটি দোকানে যায় শিশুটি। এ সময় দোকানি সুন্নত আলী কৌশলে তাকে দোকানের মধ্যে ডেকে নিয়ে ধর্ষণ করে। এতে ৬ বছর বয়সী শিশুটির রক্তক্ষরণ হয়ে গুরুতর আহত হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন আহত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করায়।

এদিকে, ধর্ষণের শিকার শিশুটি বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানালে তারা দোকানি সুন্নত আলীকে স্থানীয় লোকজনের সহায়তায় আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সুন্নত আলীকে আটক করে। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। ওই শিশুকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হবে।

  • সর্বশেষ - অন্যান্য