2024-12-22 12:16:19 pm

ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন নায়েব আলী

www.jagrotabangla.com

ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন নায়েব আলী

০৪ মে ২০২৪, ২৩:৪২ মিঃ

ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন নায়েব আলী

ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছেন শৈলকূপা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য নায়েব আলী জোয়াদ্দার। 

আজ সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ মনোনয়ন চূড়ান্ত করা হয়। দলের সভানেত্রী ও মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে বোর্ডের সদস্য তোফায়েল আহমেদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রশিদুল আলম, রমেশ চন্দ সেন উপস্থিত ছিলেন। এছাড়াও দলের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান বৈঠকে অংশ নেন। 

বৈঠকে চুলচেরা বিশ্লেষণ শেষে উপ-নির্বাচনে নায়েব আলী জোয়াদ্দারকে নৌকা প্রতীক দেওয়া হয়। এ আসনে নৌকা পেতে ২৫ জন দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এ আসনের এমপি আবদুল হাইয়ের মৃত্যুতে আসনটি শূন্য হয়।


উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান


সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :