হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
প্রকাশ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী মডেল থানা এলাকায় গাড়ি চাপায় পথচারী শিশু রাইসা হত্যা মামলার পলাতক আসামি মো. নাসিরকে গ্রেফতার করেছে র্যাব-৭। বুধবার র্যাব অভিযান চালিয়ে ফেনী মডেল থানার কাজিরবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নাসির ফেনী সদর থানার উত্তর বিরিঞ্চি এলাকার মৃত আলী আশ্রাফের সন্তান।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শরীফ উল আলম বলেন, গ্রেফতার নাছির স্বীকার করেছে বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে রাস্তা পারাপারের সময় শিশু রাইসার মৃত্যু হয়েছে। ঘটনার পর গ্রেফতার এড়াতে ফেনীর বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।