16 September 2024, 06:16:39 AM, অনলাইন সংস্করণ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
16px

মহাসড়কে গাড়ী ডাকাতি ও চালককে হত্যা চক্রের যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম (৩৪) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ভোররাতে র‌্যাব-১২ সদস্যরা শেরপুর জেলার লক্ষীডাঙ্গী এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত শফিকুল ইসলাম সিরাজগঞ্জ সদর উপজেলার সরাইচন্ডি গ্রামের ইউনুস আলীর ছেলে। 

র‌্যাব-১২ অধিনায়ক মারুফ হোসেন সোমবার দুপুরে র‌্যাব-১২ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, গ্রেফতারকৃত শফিকুল ইসলাম সড়কে গাড়ী ডাকাতি ও হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি। ২০১৩ সালে বগুড়া শাহজাহানপুর থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল। এ মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। রায়ের পর থেকে শফিকুল ইসলাম পলাতক ছিল।

পরে র‌্যাব-১২ সদস্যরা র‌্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা শাখার সহযোগিতা তাকে শেরপুর লক্ষীডাঙ্গী এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শফিকুল ইসলামকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ - অন্যান্য