০২ জুলাই ২০২৪, ১৬:১৪ মিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে কছিম উদ্দিন (৫০) নামে এক চালককে কুপিয়ে হত্যা করে অটোভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের গোতিথা এলাকার একটি ডোবা থেকে চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কছিম উদ্দিন উপজেলার নিমগাছী বিলেরপাড় এলাকার শফিকুল ইসলামের ছেলে। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, সোমবার বিকেলে কছিম উদ্দিন অটোভ্যান নিয়ে বের হয়ে আর ফেরেনি। সকালে নিমগাছী-শালিয়াগাড়ী রাস্তার পাশে ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়। সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, কছিম উদ্দিনকে পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার ভ্যানটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান
সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :