20 September 2024, 03:45:07 AM, অনলাইন সংস্করণ

ট্রাকের ধাক্কায় পানিতে টমটম, প্রাণ গেল চালকের

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

ট্রাকের ধাক্কায় পানিতে টমটম, প্রাণ গেল চালকের
16px

হবিগঞ্জ বানিয়াচং সড়কের সুনারু নামক স্থানে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী টমটম উল্টে পানিতে পড়ে মির্জা খান (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মির্জা খান বানিয়াচংয়ের চতুরঙ্গরায়ের পাড়া মহল্লার আব্দুল বারিকের পুত্র। সে উল্টে যাওয়া টমটম (ইজিবাইক) এর চালক ছিল বলে জানা গেছে।

পুলিশ জানায়, হবিগঞ্জ থেকে একটি যাত্রীবাহী টমটম (ইজিবাইক) বানিয়াচংয়ের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে টমটমটি সুনারু নামক স্থানে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি ট্রাক টমটমটিকে ধাক্কা দেয়।

এতে যাত্রীসহ সড়কের পাশে হাওরের পানির মধ্যে পড়ে যায় টমটমটি। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় টমটম চালক মির্জা খানের। বানিয়াচং থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেন। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।

  • সর্বশেষ - অন্যান্য