14 September 2024, 07:53:55 PM, অনলাইন সংস্করণ

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে দুইজনের মৃত্যু

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে দুইজনের মৃত্যু

ভারি বর্ষণের ফলে কক্সবাজারের উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উখিয়ার ক্যাম্পের-৮ ও ৯ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ২ জনের মধ্যে একজন স্থানীয় রয়েছে। এছাড়া আরও কয়েকজন আহত হওয়ার খবর আমরা পাচ্ছি। এ বিষয়ে পুলিশ কাজ করছে। এর আগে গত ১৯ জুন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভারি বর্ষণে পাহাড় ধসে ১০ জনের মৃত্যু হয়েছিল।

  • সর্বশেষ - মিডিয়া