রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত
প্রকাশ :
16px
রাজধানীর তেজগাঁও এলাকায় লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তার কোনো পরিচয় এখনও পাওয়া যায়নি। তার নাম-ঠিকানা জানার চেষ্টা করছে রেলওয়ে থানা পুলিশ। রবিবার বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ি সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার দিবাগত রাতে তেজগাঁও রেলস্টেশন এলাকায় কমলাপুর রেলস্টেশনগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহত ব্যক্তির বয়স হবে আনুমানিক ৪০ থেকে ৪৫। আশেপাশের লোকজন থেকে জানা গেছে, ওই ব্যক্তির রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।