রাবিতে নির্ধারিত ভাড়ায় রিকশা সার্ভিস শুরু
প্রকাশ :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্ধারিত ভাড়ায় রিকশা সার্ভিস শুরু হয়েছে। আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, শিক্ষার্থীদের সুবিধার কথা ভেবেই ক্যাম্পাসে রিকশা ভাড়া নির্ধারিত হয়েছিল। তবে অনেক রিকশা বাহিরের হওয়ায় কিছু সমস্যা হচ্ছিল। এখন থেকে ক্যাম্পাসে নির্ধারণ ড্রেস কোডে এই সার্ভিস চলবে। শিক্ষার্থীদের এসব রিকশায় চলাচলের আহ্বান জানাই। কোনও সমস্যা হলে প্রক্টর দপ্তরে অবহিত করার আহ্বান জানান তিনি।
জানা গেছে, ক্যাম্পাসের অভ্যন্তরে ৩০ জন রিকশাচালক নির্ধারিত ভাড়ায় রিকশা সার্ভিস দিবেন। নির্দিষ্ট পোশাকে এই সার্ভিস দিবেন তারা। বিশ্ববিদ্যালয়ের তিন গেটকে কেন্দ্র ধরে একাডেমিক ভবন ও হলগুলোতে দূরত্ব ভেদে ১০-৩০ টাকা ভাড়া নির্ধারিত হয়েছে। এতে রিকশাচালকরা সম্মত রয়েছে। এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, সহকারী প্রক্টররা ও রিকশাচালকগণ উপস্থিত ছিলেন।