যুবলীগে অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই : নিখিল
প্রকাশ :
যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন নিখিল এমপি বলেছেন, অনুপ্রবেশকারীরা যেন দলের মূল পদ না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। শুধু তাই নয়, মাদকাসক্ত কোনো ব্যক্তি যুবলীগ না করতে পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সোমবার রাজধানীর মিরপুরে ৯নং ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মধ্যে গাছের চারা বিতরণকালে এসব কথা বলেন নিখিল।
এ সময় নিখিল বলেন, জলবায়ু পরিবর্তনে বিশ্বে তাপপ্রবাহ বেড়ে চলছে। এ কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বৃক্ষ রোপন কর্মসূচি হাতে নিয়েছি। এ সময় তিনি প্রত্যেককে কমপক্ষে একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন।
এ সময় ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আশরাফের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মিয়া মো. আমির, মিজানুর রহমান, এবিএম মাজহার আনাম, আবুল হাসনাত, আবু তাহের, রাজিয়া সুলতানা ইতি, মুক্তার হোসেন চৌধুরী কামাল, জলিলুর রহমান, আমজাদ হোসেন সাজুসহ বিভিন্ন ইউনিট আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।