নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলে বড় বিক্ষোভ
প্রকাশ :
গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসসহ বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠীর হাতে থাকা জিম্মিদের মুক্তি চুক্তির দাবিতে ইসরায়েলের বিক্ষোভ হয়েছে। জিম্মি মুক্তি চুক্তিতে পৌঁছানোর জন্য তারা সরকারকে চাপ দিচ্ছে। তেল আবিব ও জেরুজালেমে মিছিল করা বিক্ষোভকারীরা তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় আড়াইশ'র মতো ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে আসে হামাস। এরপরই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাস নির্মূল ও জিম্মি মুক্তির করার প্রতিশ্রুতি দেন। তবে দীর্ঘ নয় মাস শেষ হতে চললেও নেতানিয়াহু তার লক্ষ্য অর্জন করতে পারেননি।
ইসরায়েল জুড়ে জিম্মি মুক্তি আন্দোলন আরও জোরালো হচ্ছে। ব্যর্থতার জন্য নেতানিয়াহুর পদত্যাগও দাবি করেন বিক্ষোভকারীরা। তারা বলছেন, গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিশ্চিত করতে না পারলে নেতানিয়াহু যেন পদত্যাগ করেন।
ইসরায়েলের দুটি বড় শহরে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করেন। তেল আবিবে সড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ জলকামান ব্যবহার করেছে। ইসরায়েল বলছে, গাজায় এখনো আটক আছেন ১১৬ জন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ৪২ জিম্মি মারা গেছেন।