যে কারণে শ্বশুরের কাছে ক্ষমা চেয়েছিলেন শাহিদ কাপুর
প্রকাশ :
কন্যা সন্তানের বাবা হওয়ার পরই শ্বশুরের কাছে ক্ষমা চেয়েছিলেন বলিউড অভিনেতা শাহিদ কাপুর। ২০১৫ সালে মীরা রাজপুতের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। গত রবিবার ছিলো এই দম্পতির নবম বিবাহবার্ষিকী। সে উপলক্ষে দেয়া এক সাক্ষাৎকারে শাহিদ তার মেয়ের জন্মের সময়ের বিশেষ ঘটনার স্মৃতিচারণ করেন। শাহিদ বলেছেন, মেয়ে হওয়ার পর তার ভেতর কিছু বোধ তৈরি হয়। তিনি বিশেষ কিছু উপলব্ধি করতে পারেন। আর সেই বোধ থেকেই তিনি শ্বশুরের কাছে ক্ষমা চান।
শাহিদের ভাষায়, মেয়ে জন্ম নেয়ার পরই হঠাৎ করেই আমার মনে হলো হয়ত বছর ৩০ পরই এই মেয়েকে বিয়ে দিতে হবে। কেবল নিজের জন্য নয়, ওই সময় সব বাবার জন্য আমার মনটা খারাপ হল। আর সেই মন খারাপ হওয়া থেকেই শ্বশুরকে ফোন দেন শাহিদ। নিজের সম্ভাব্য ভুলের জন্য ক্ষমাও চান। বিয়ের পরের বছরই কন্যার বাবা হয়েছিলেন শাহিদ। এরপর ২০১৮ সালে শাহিদ ও মীরার একটি পুত্রসন্তান হয়।