উরুগুয়ের বিপক্ষে হারের দায় নিলেন ভিনিসিয়াস
প্রকাশ :
চলমান কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে ট্রাইবেকারে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। দলের এমন ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন কোচ দরিভাল জুনিয়র। এদিকে সেই ম্যাচে না খেলেও দলের হারের জন্য নিজেকে দায়ী করেছেন ভিনিসিয়াস জুনিয়র।
কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ট্রাইবেকারে হেরেছিল ব্রাজিল। এবারের কোপা আমেরিকাতেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছে সেলেসাওরা। বুধবার (৯ জুলাই) নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কাতার বিশ্বকাপের সেই হতাশা আবারও সামনে আনলেন। ‘আবারও পেনাল্টিতে হতাশার সেই অনুভূতি ফিরে এসেছে।’
এরপরই কোয়ার্টার ফাইনালে হারের দায় নিজের কাঁধে নিয়ে ভিনি লিখেছেন, আমি দুই হলুদ কার্ড দেখে ব্যর্থ হয়েছি। আবারও দলের বাইরে থেকে আমি বিদায় দেখেছি। এবার আমার দায় ছিল। আমি জানি কীভাবে সমালোচনা নিতে হয়। এমনকি সেটা যতই নির্মম হোক।’
এবারের কোপা আমেরিকায় গ্রুপ পর্বে নিজেদের শেষ দুই ম্যাচে হলুদ কার্ড দেখে সাসপেনশনে পড়েছিলেন ব্রাজিলের বড় তারকা ভিনিসিয়াস জুনিয়র। কোয়ার্টার ফাইনালে বামপ্রান্তে তার অনুপস্থিতি বেশ ভুগিয়েছিল ব্রাজিলকে। রদ্রিগো পারেননি প্রত্যাশা পূরণ করতে। আর স্ট্রাইকার হিসেবে এন্ড্রিক ফিলিপেও ছিলেন ব্যর্থ।