16 September 2024, 05:49:18 AM, অনলাইন সংস্করণ

পুত্র সন্তানের বাবা হলেন ব্যাচেলর পয়েন্টের ‘হাবু ভাই’

  বিনোদন ডেস্ক

  প্রকাশ : 

পুত্র সন্তানের বাবা হলেন ব্যাচেলর পয়েন্টের ‘হাবু ভাই’
16px

বাবা হয়েছেন ছোট পর্দার অভিনেতা চাষী আলম। যিনি ‘ব্যাচেলর পয়েন্ট’র ‘হাবু ভাই’ নামে পরিচিত। বুধবার রাতে পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি। বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

চাষী আলম বলেন, গত রাতে একটি হাসপাতালে আমার স্ত্রীর নরমাল ডেলিভারি হয়েছে। মা ও ছেলে দুইজনে খুব ভালো আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সব ঠিক থাকলে হাসপাতাল থেকে শিগগিরই বাসায় যেতে পারবো। গত বছরের ২৫ আগস্ট পারিবারিকভাবে ধুমধাম আয়োজনে বিয়ে করেন চাষী আলম।

  • সর্বশেষ - বিনোদন