16 September 2024, 06:31:59 AM, অনলাইন সংস্করণ

গুলিস্তানে পুলিশের সতর্কাবস্থান, শোডাউন ছাত্রলীগ-যুবলীগের

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

গুলিস্তানে পুলিশের সতর্কাবস্থান, শোডাউন ছাত্রলীগ-যুবলীগের
16px

সরকারি চাকরির সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন অভিমুখে শিক্ষার্থীদের গণপদযাত্রা কর্মসূচিকে ঘিরে সতর্কাবস্থান নিয়েছে পুলিশ। পাশাপাশি ওই এলাকায় ছাত্রলীগ-যুবলীগকে মোটরসাইকেল শোডাউন দিতে দেখা গেছে।

রবিবার দুপুর ১টার পর শিক্ষার্থীদের পদযাত্রা গুলিস্তানের জিরো পয়েন্টে পৌঁছায়। সেখান থেকে বঙ্গবন্ধু স্টেডিয়াম হয়ে বঙ্গভবনে যাওয়ার দিকে পুলিশের ব্যারিকেড রয়েছে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত একপাশে পুলিশ ও অন্যপাশে আন্দোলনকারীরা অবস্থান করছেন।

গুলিস্তানের গোলাপ শাহ মাজার এলাকায় জলকামান, রায়ট কার, প্রিজন ভ্যানসহ পুলিশের সতর্কাবস্থান লক্ষ্য করা যায়। এসময় ওই এলাকায় ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীদের মোটরসাইকেল শোডাউন দিতে দেখা গেছে।

এর আগে, দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে এ পদযাত্রা শুরু হয়। এতে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ, ইডেন মহিলা কলেজ ও তিতুমীর কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী।

পদযাত্রাটি শাহবাগ হয়ে সাড়ে ১২টা নাগাদ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে পৌঁছায়। সেখানে কিছুক্ষণ অবস্থান নিয়ে স্লোগান দেন শিক্ষার্থীরা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেইট থেকে মৎস্য ভবন পর্যন্ত রাস্তায় যানবাহন থাকায় আন্দোলনকারীদের বিপরীত পাশের রাস্তা ধরে মৎস্য ভবনের দিকে এগোতে দেখা যায়।

পদযাত্রায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেননি শিক্ষার্থীরা। দুপুর পৌনে ১টার দিকে শিক্ষার্থীরা হাইকোর্ট মোড়ে (শিক্ষা ভবনের সামনে) পুলিশের মানবঢালের মুখে পড়েন। তবে সেই বাঁধা ভেঙে গুলিস্তানের জিরো পয়েন্টের দিকে এগোতে থাকেন তারা।

  • সর্বশেষ - রাজনীতি