কোটা সংস্কার দাবিতে ঢাবি, বুয়েটের পর এবার রাজপথে ঢামেক শিক্ষার্থীরা
প্রকাশ :
16px
কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটের পর রাজপথে নেমেছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক ভবনের সামনে থেকে বিক্ষোভ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন শিক্ষার্থীরা। সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আমরা নিন্দা জানান তারা। দেশের আপামর ছাত্রজনতাকে উত্তেজিত করে তার পরিণতি কখনোই ভালো হয়নি বলেও হুঁশিয়ারি দেন তারা।
সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, কোটা একটি অভিশাপ। স্বাধীনতার ৫৩ বছর পরও ৫৬ শতাংশ কোটা একটি অনায্য ব্যবস্থাপনার ফল। আমরা চাই সরকার কোটা সংস্কার করে একটি যৌক্তিক পর্যায়ে নিয়ে আসুক। এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে পুনরায় ঢাকা মেডিকেল কলেজের ক্যাম্পাসে ফিরে যান।