20 September 2024, 11:05:59 AM, অনলাইন সংস্করণ

অবসর প্রসঙ্গে যা বললেন রোহিত

  স্পোর্টস ডেস্ক

  প্রকাশ : 

অবসর প্রসঙ্গে যা বললেন রোহিত
16px

টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে নিজের অধিনায়কত্বে দীর্ঘ ১৩ বছর পর ভারতকে বৈশ্বিক শিরোপা এনে দিয়েছেন রোহিত শর্মা। দীর্ঘদিনের শিরোপাখরা কাটানোর পরই টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন এই ভারতীয় অধিনায়ক। তবে আন্তর্জাতিক ক্রিকেটকে এখনই বিদায় বলছেন না মিস্টার হিটম্যান। ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন। ঠিক কতদিন আন্তর্জাতিক ক্রিকেট তাকে দেখা যাবে, এমন প্রশ্ন উঠেছিল রোহিতের সামনে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেশে ফেরার পর কয়েকদিন বিশ্রামে থেকে ফের যুক্তরাজ্যে উড়াল দেন রোহিত। টেনিসের জনপ্রিয় টুর্নামেন্ট উইম্বলডনের মাঠেও তাকে হাজির হতে দেখা যায়। তবে এরই মাঝে ডালাসের একটি অনুষ্ঠানে ভারতীয় তারকার দেওয়া বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই অনুষ্ঠানটি ঠিক কোনো সময়ের সেটি অবশ্য জানা যায়নি।

বিশ্বকাপ জেতার পর সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘বিদায় জানানোর জন্য এর চেয়ে ভাল সময় পেতাম না। আমার শেষ ম্যাচ ছিল ওটা। এই ফরম্যাটে খেলা শুরুর পর থেকে সময়টা উপভোগ করেছি। প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। তাই ট্রফিটা জেতার জন্য মরিয়া ছিলাম।’

  • সর্বশেষ - খেলাধুলা