7 October 2024, 11:32:01 PM, অনলাইন সংস্করণ

রণক্ষেত্র মিরপুর ১০, ধাওয়া-পাল্টা ধাওয়া

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

রণক্ষেত্র মিরপুর ১০, ধাওয়া-পাল্টা ধাওয়া
16px

আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হটিয়ে মিরপুর ১০ নম্বর দখলে নেয় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর ছাত্রদের ওপর হামলা করেছে পুলিশ। জানা যায়, মিরপুর-১০ গোলচত্বরে 'কোটাবিরোধী আন্দোলনের ওপর ভর করে স্বাধীনতা বিরোধীদের নৈরাজ্য সৃষ্টির' প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ করছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সমাবেশ চলাকালে ওই এলাকায় হাজারেরও বেশি আন্দোলনকারী উপস্থিত হয়। তারা ধাওয়া দিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখান থেকে চলে যান। আন্দোলনকারীরা সমাবেশের জন্য আনা চেয়ার ভাঙচুর করেছেন, ব্যানার ছিঁড়ে ফেলেছেন।

প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, দুপুর সোয়া ১২টার পরে আন্দোলনকারীরা ধাওয়া দিয়ে পুলিশকে মিরপুর থানার দিকে নিয়ে যায়। আবার পুলিশ ধাওয়া দিয়ে আন্দোলনকারীদের মিরপুর ১০ নম্বরের দিকে নিয়ে যায়।

এসময় পুলিশ টিয়ার শেল ছুড়ে, গুলি করে ছাত্রদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। সংঘর্ষের এলাকায় রাস্তায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কমপক্ষে ৫টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। মিরপুর ও এর আশপাশের এলাকায় সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে।

  • সর্বশেষ - মহানগর