চট্টগ্রামে সোম-মঙ্গলবার কারফিউ শিথিল ১৬ ঘন্টা
প্রকাশ :
16px
চট্টগ্রামে আজ সোমবার ও মঙ্গলবার (৩০ জুলাই) দুইদিন সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা করে কারফিউ শিথিল থাকবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সোমবার (২৯ জুলাই)ও মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টা করে কারফিউ শিথিল করা হয়েছে। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত পুনরায় কারফিউ বলবৎ হবে।
প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীসহ সারাদেশে তাণ্ডব শুরু হলে শুক্রবার (১৯ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে রোববার (২১ জুলাই) সকাল ১০টা পর্যন্ত কারফিউ জারি করে সরকার। এরপর অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানো হয়। যদিও প্রতিদিনই কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হচ্ছে।