মহাখালীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন
প্রকাশ :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক গতকাল রবিবার সকল আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। তবে এই ঘোষণাকে প্রত্যাখ্যান করে গতকালই নতুন করে আন্দোলনের ডাক দেন আরও কয়েকজন সমন্বয়ক। সেই ঘোষণা অনুযায়ী আজ সোমবার সারা দেশে ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ করার কথা তাদের।
সরেজমিনে আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মহাখালী ওভারব্রিজের নিচে গিয়ে দেখা গেছে, অন্যান্য দিনের তুলনায় সড়কে পুলিশের উপস্থিতি বেশি। এ ব্যাপারে ডিএমপির গুলশান জোনের ডিসি রিফাত রহমান শামীম গণমাধ্যমকে বলেন, জামায়াত-শিবিরের দুষ্কৃতিকারীরা আবারও এখানে ঝামেলা করতে পারে। এই খবরেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।