22 March 2025, 11:23:16 AM, অনলাইন সংস্করণ

ইয়ামালের সম্পর্কে ভাঙনের সুর!

  স্পোর্টস ডেস্ক

  প্রকাশ : 

ইয়ামালের সম্পর্কে ভাঙনের সুর!
16px

সম্প্রতি শেষ হওয়া উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে (ইউরো) পায়ের জাদু দেখিয়েছেন ১৭ বছরের তরুণ ফুটবলার লামিন ইয়ামাল। চ্যাম্পিয়ন হয়েছে তার দল স্পেন। পুরো আসরজুড়ে তার সঙ্গি ছিল মডেল প্রেমিকা অ্যালেক্স পাদিল্লা। এমনকি লামিনের সঙ্গে শিরোপা উৎসবেও অংশ নেন তিনি। তবে সেই খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না! এরই মধ্যে শুরু হয়েছে লামিনের প্রেম ভেঙে যাওয়ার গুঞ্জন। প্রেমিকা তার সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ। যে কারণে প্রেমিকাকে আনফলো করেছেন বার্সেলোনায় খেলা স্প্যানিশ তারকা।

সম্প্রতি তার প্রেমিকা পাদিল্লার একটি টিকটক ভিডিও ভাইরাল হয়। লাইভে দেখা যায়, পাদিল্লা অন্য ছেলের কোলে বসে আছেন। এরপরই তাকে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম থেকে আনফলো করেছেন তিনি। যখন ওই ভিডিও ধারণ করা হচ্ছিল তখন লামিনের প্রেমিকা অন্য সঙ্গীকে বলেন, ‘কী করছো তুমি, পাগল নাকি; আমাকে ধ্বংস করবে না কি?’ ওই ভিডিও ভাইরাল হওয়ার পর প্রেমিকাকে অনুসরণ করা বন্ধ করে দিয়েছেন ইয়ামাল।

  • সর্বশেষ - খেলাধুলা