7 October 2024, 02:15:05 PM, অনলাইন সংস্করণ

শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে বৃষ্টিতে ভিজেই ঢাবিতে শিক্ষকদের সমাবেশ

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে বৃষ্টিতে ভিজেই ঢাবিতে শিক্ষকদের সমাবেশ
16px

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষকের ওপর হামলা ও সারাদেশে শিক্ষার্থীদের নির্বিচারে হত্যার প্রতিবাদে সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা।বৃহস্পতিবার (১ আগস্ট) অপরাজেয় বাংলার পাদদেশে বেলা সাড়ে ১১টায় প্রতিবাদ সমাবেশ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এর আগে সকাল ১০টায় লোক প্রশাসন বিভাগের শিক্ষকরা এবং ১১টায় অর্থনীতি বিভাগের শিক্ষকরা সমাবেশ করেন।

এসময় শিক্ষকদের বৃষ্টিতে ভিজে বক্তব্য রাখতে দেখা যায়। এর আগে ২৯ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে আটক শিক্ষার্থীদের মুক্তি এবং অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে সমাবেশ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

  • সর্বশেষ - শিক্ষাঙ্গন