20 September 2024, 10:25:11 AM, অনলাইন সংস্করণ

আন্দোলনকারীদের নানা স্লোগানে উত্তাল রাজশাহী

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

আন্দোলনকারীদের নানা স্লোগানে উত্তাল রাজশাহী
16px

বৃষ্টি উপেক্ষা করে সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলনকারীদের নানা স্লোগানে উত্তাল রাজশাহী নগরী। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেয়। শনিবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিক্ষোভ কর্মসূচিতে উত্তাল হয়ে উঠে নগরীর তালাইমারী। আন্দোলনকারীরা বলছেন, শিক্ষার্থী হত্যার বিচার চাই। খুনি সরকারের পদত্যাগ চাই। দাবি এখন একটাই।

জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা গেট এবং তালাইমারী সংলগ্ন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেছনের গেট সহ বিভিন্ন স্থান থেকে দলবেধে বিক্ষোভ নিয়ে তালাইমারী মোড়ে জড়ো হন শিক্ষক-শিক্ষার্থী এবং অবিভাবকসহ নানা পেশার প্রায় ২ হাজার মানুষ। বিক্ষোভ চলাকালে বৃষ্টি শুরু হয়।

বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ নিয়ে ভদ্রার দিকে যান আন্দোলনকারীরা। কিছুক্ষণ পর আবার ফিরে এসে বিশ্ববিদ্যালয়ের দিকে অবস্থান নেয় তারা। ফেরার পথে তালাইমারী মোড়ের পুলিশ বক্সের জানালা ভাঙচুর করে এবং পুলিশকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দিতে দিতে তারা মোড় ত্যাগ করে। এখন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে আন্দোলন করছেন তারা। এ সময় শিক্ষার্থীদের ধাওয়ায় একজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

  • সর্বশেষ - সারাদেশ