2024-10-06 05:27:10 pm

উত্তরায় শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে অভিভাবকরাও

www.jagrotabangla.com

উত্তরায় শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে অভিভাবকরাও

০৩ আগষ্ট ২০২৪, ১৭:৩৬ মিঃ

উত্তরায় শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে অভিভাবকরাও

রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারের পাশের রাস্তায় অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। সেখানে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকেরাও রয়েছেন। আজ বিকাল সাড়ে ৩টার পর উত্তরা ও এর আশপাশের এলাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে ফুটপাতে শিক্ষার্থীদের অবস্থান নিতে দেখা যায়।

অন্যদিকে, শনিবার বেলা দেড়টার বিএনএস সেন্টারের সামনে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সেখানে ছাউনি বানিয়ে অবস্থান করছেন তারা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুটি দল বিএনএস সেন্টারের নিচে রয়েছে।

বিএনএস সেন্টারের পেছনের গলিতে দাঁড়ানো এক অভিভাবক বলেন, ‘আমরা এসেছি আমাদের সন্তানদের নিরাপত্তার জন্য। আমরা শান্তি চাই। আর একটা গুলিও নয়। এই গুলি আমাদের টাকায় কেনা।’ অভিভাবকদের অনেকে বলেন, ‘ওরা গুলি করুক, আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ করবো। কেউ ভয়ে পালিয়ে যাবো না।’ শিক্ষার্থীদের প্ল্যাকার্ডে ‘আমার ভাই কবরে, খুনি তুই কেন বাইরে’, ‘পুলিশ তুমি কার, জনগণের নাকি শেখ হাসিনার!’ এ রকম নানা স্লোগান লেখা ছিল।

সরেজমিনে দেখা যায়, বেলা দেড়টার দিকে আজমপুর আমির কমপ্লেক্সের সামনে অবস্থান করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সেখানে ছাউনি বানিয়ে অবস্থান করছেন তারা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন বিএনএস সেন্টারের সামনে ও জসীমউদ্দীন এলাকার মূল সড়কে অবস্থান নিয়েছে পুলিশ।


উপদেষ্টা সম্পাদক: দীপক মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান


সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :