20 September 2024, 03:50:57 AM, অনলাইন সংস্করণ

শাহবাগে আওয়ামী লীগ নেতা–কর্মীদের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

শাহবাগে আওয়ামী লীগ নেতা–কর্মীদের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর
16px

রাজধানীর শাহবাগ মোড়ে আওয়ামী লীগ নেতা–কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দেন বিক্ষোভকারীরা। রবিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনের দিকে আওয়ামী লীগের নেতা–কর্মীরা স্লোগান দিচ্ছিলেন।

পরে পুরান ঢাকার দিক থেকে আসা মিছিল থেকে তাদের ধাওয়া দেওয়া হয়। ধাওয়া খেয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা হাসপাতালের ভেতরে ঢুকে যান। রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে সংঘর্ষ চলছিল।

এ সময় হাসপাতালের প্রাঙ্গণে রাখা গাড়ি ভাঙচুর করা হয়। সে সময় হাসপাতালের ভেতরে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতা–কর্মীরা ইট পাটকেল ছুড়ছিলেন।মিছিলের সময় এক দফা দাবিতে স্লোগান দেওয়া হয়। আরও বলা হয়, “আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই।” এ সময় শাহবাগ এলাকায় কোনও পুলিশের উপস্থিতি দেখা যায়নি।

  • সর্বশেষ - মহানগর