ধানমন্ডিতে স্বেচ্ছাসেবক লীগের মিছিল
প্রকাশ :
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এর আগে, আজ রবিবার সকাল থেকে খন্ড খণ্ড ভাবে নেতাকর্মীরা জড়ো হন। এরপর বেলা ১১টার দিকে মিছিল বের করেন নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা নানা স্লোগান দেন।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ আজিজুস সামাদ ডন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি, সহ-সভাপতি মজিবুর রহমান স্বপন , শামীম শাহরিয়ার আব্দুল আলীম বেপারী , কাজী মোয়াজ্জেম হোসেন, অ্যাডভোকেট মানিক কুমার ঘোষ, সৈয়দ নাসির উদ্দিন, আনোয়ারুল আজিম সাদেক , যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, আরিফুর রহমান টিটু , শাহজালাল মুকুল, নুরুল ইসলাম রাজা, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ , বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার কোবাদ হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, অর্থ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম আবুল, গণযোগাযোগ সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ওবায়দুল হক, প্রতিবন্ধী বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শিহাবুজ্জামান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গাফফার রাসেল, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারেক সাঈদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জাতীয় পরিষদ সদস্য এবং নগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।