চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ অফিসে হামলা, ১৭টি মোটরসাইকেলে আগুন
প্রকাশ :
চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এসময় আন্দোলনকারীরা আওয়ামী লীগ নেতাদের ১৭টি মোটরসাইকেল ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। এতে ৯টি মোটরসাইকেল ভস্মিভূত হয়।
অপরদিকে, শহরের হরিমোহন গাবতলা মোড়ে ফুটপাতের ধারে একটি সাইনবোর্ডের দোকান ভাঙচুর করা হয়। বিকাল ৩টার দিকে আন্দালনকারীরা হাতে লাঠিসোঠা ও ধারালো অস্ত্র নিয়ে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল বের করে। পরে বিকাল সাড়ে ৩টার দিকে জেলা আওয়ামী লীগ অফিসে হামলা চালানো হয়।
এছাড়াও তারা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপি’র রাজনৈতিক কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করে। এসময় আইন শৃঙ্খলাবাহিনীর উপস্থিতি দেখা যায়নি। পরবর্তীতে আন্দোলনকারীরা মিছিল নিয়ে শহরের বিশ্বরোড মোড়ে অবস্থান নেয়।