20 September 2024, 10:13:25 AM, অনলাইন সংস্করণ

কারফিউ : ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

কারফিউ : ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার
16px

আন্দোলনের নামে কেউ যাতে সহিংসতা-নাশকতা করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। চেকপোস্টে সবাইকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাজধা নীর গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, আসাদগেট, ধানমন্ডি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, সায়েন্সল্যাব, পল্টন, গুলিস্তান, বাড্ডা, রামপুরা, উত্তরায় কড়া অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জরুরি প্রয়োজন ছাড়া কেউ চেকপোস্ট পার হতে পারছে না। রাজধানীর প্রবেশপথগুলোতে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থান। ঢাকার বাইরে থেকে জরুরি কাজ ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ।

রবিবার সন্ধ্যা ৬টা থেকে সারাদেশে কারফিউ জারি করা হয়েছে। কারফিউ চলাকালীন বিনা প্রয়োজনে রাজধানীতে কাউকে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। যারা কারফিউয়ের আইন ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে, আজ সোমবার (৫ আগস্ট) থেকে শুরু হলো সাধারণ ছুটি। আগামীকাল মঙ্গলবার ও বুধবারও সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

  • সর্বশেষ - মহানগর