ঢাকা বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়ার সিদ্ধান্ত
প্রকাশ :
বিশ্ববিদ্যালয় ও সব হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। আজ মঙ্গলবার বেলা ১১টায় ঢাবি উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সিন্ডিকেট সদস্যরা জানান, আজকের জরুরি সিন্ডিকেটে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম সিদ্ধান্ত হলো- আজ থেকে বিশ্ববিদ্যালয় ও সব হল খুলে দেওয়া হবে। দ্বিতীয় সিদ্ধান্ত হলো হলে বৈধ শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করা এবং তৃতীয় সিদ্ধান্ত হলো একাডেমিক কার্যক্রম শুরু করার প্রস্তুতি শুরু করা। তবে কবে একাডেমিক কার্যক্রম শুরু হবে সে ব্যাপারে কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।
এর আগে, কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত ও আহতের প্রতি সমবেদনা জানিয়ে জরুরি সিন্ডিকেট শুরু করেন সভাপতি উপাচার্য এ এস এম মাকসুদ কামাল।